Wriddhiman Saha: কেকেআরের দলে নেই কোন বাঙালি ক্রিকেটার, ক্ষোভ প্রকাশ ঋদ্ধির

0
1

২০২২ আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স ( KKR) দলে ছিল না কোন বাঙালি ক্রিকেটার। তা নিয়ে এবার নাইটদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এক সাক্ষাৎকারের পাপালি বললেন, হয়তো ওঁরা বিশ্বাস করেন না যে বাংলার ক্রিকেটাররা ভালো করতে পারে।

এক সাক্ষাৎকারে ঋদ্ধি বলেন,” আপনাদের দেখতে হবে যে বাংলা ক্রিকেটারদের উপর কেকেআরের স্কাউট এবং ম্যানেজমেন্টের যথেষ্ট ভরসা আছে কিনা। হয়তো ওঁরা বিশ্বাস করেন না যে বাংলার খেলোয়াড়রা ভালো করতে পারে। তাই দলে একটাও বাঙালি ক্রিকেটার নেই।”

এবারের কেকেআরের যে ২৫ জনের দল ছিল, তাতে ছিলেন না একজনও বাংলার ক্রিকেটার। অথচ ঋদ্ধি, মহম্মদ শামি, শাহবাজ আহমেদ, আকাশদীপরা অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত খেলেছেন। সেই পরিস্থিতিতে বাংলার ক্রিকেট মহলের সমালোচনার মুখে পড়েছে কেকেআর ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:Eden: রাজারহাটে জমি পেল সিএবি, তৈরি হবে দ্বিতীয় ইডেন