ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ম্যাটাডর, আহত ১৪

0
6

ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ম্যাটাডোর। ঘটনায় ৫ মহিলা সহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের সকলকেই এসএসকেএমে চিকিৎসাধীন। পলাতক গাড়ির চালক।  তার খোঁজ চলছে। গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালক মদ্যপ ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।



আরও পড়ুন:জামাইষষ্ঠীর দিনে বাতিল হাওড়া-তারকেশ্বর লাইনের ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকাল ৬টায় দুর্ঘটনাটি ঘটে। বাবুঘাট থেকে ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে বেপরোয়া গতিতে একটি ম্যাটাডোর ১৬-১৭ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। কমিশনারেট রোডে উলটো দিক থেকে গাড়ি আসতেই নিয়ন্ত্রণ হারায় ম্যাটাডোরটি।  ফলে আহত হন যাত্রীরা।


গাড়ির নীচে চাপা পড়ে যান যাত্রীরা। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ পৌঁছে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।


পুলিশের অনুমান, অস্বাভাবিক গতি থাকায় ম্যাটাডোরটি ভার সামলাতে পারেনি। তাতেই দুর্ঘটনাটি ঘটে।