Kabir Suman: “যিনি মারা গেছেন, তিনি ফিরবেন না”, রূপঙ্কর বিতর্কে খোলাচিঠি কবীর সুমনের 

0
2

কেকে- এর মৃত্যু ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া(social media)। জনপ্রিয় গায়কের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর ফ্যানেরা। কটাক্ষের সুর চড়িয়েছেন বিরোধীরাও। এরই সঙ্গে জড়িয়ে গেছে গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi)করা মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রূপঙ্কর ,তবুও থামছে না। এবার খোলা চিঠি দিলেন কবীর সুমন(Kabir Suman)।

বিতর্ক তাঁকে ঘিরেও কম হয়নি, রাজনৈতিক জীবন থেকে শুরু করে ব্যক্তিগত পরিসর- বারবার সমালোচনার মুখে পড়েছেন কবীর সুমন। এবার তিনি পাশে দাঁড়ালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর। চূড়ান্ত অসহায়তা থেকে চিঠি লিখলেন বলে দাবি করলেন নিজেই। কেকে-কে নিয়ে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ার রোষানলে রূপঙ্কর। এর আগে যাঁরা তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন তাঁদের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে রূপঙ্করকে, জানিয়েছেন তাঁর স্ত্রী। এরপরই প্রকাশ্যে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন গায়ক, পাশাপাশি ডিলিট করেছেন তার ফেসবুক পোস্ট। তাতেও নিভছে না বিতর্কের আগুন। এবার লিখলেন কবীর সুমন। রূপঙ্কর বাগচীর পাশে দাঁড়িয়েছেন তিনি। কবীর সুমন বন্ধুদের উদ্দেশ্য করে লিখেছেন, একটি ভিডিও উক্তির মধ্যে দিয়ে যে অবস্থা তৈরি হয়েছে তা অবিলম্বে শেষ হওয়া দরকার। আমার এক সহপেশাজীবী গণ আক্রোশের মুখে। আরেক সহপেশাজীবী মারা গেছেন। এরকম অবস্থায় আমাদের কর্তব্য আবেগগুলোকে সংযত রাখা। সুমন এই দিন স্পষ্ট করে দেন যে তিনি এই কথাগুলো তাঁর বন্ধুদের বলছেন। যাঁরা সমালোচনা করেন বা হৈ চৈ করেন তাঁদের উদ্দেশ্যেই এই বার্তা নয়।

রুপঙ্কর কে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা হচ্ছে বা তাঁকে আক্রমণ করা হচ্ছে তার বিরোধিতা করে কবীর সুমন খোলা চিঠিতে লিখেছেন, যিনি মারা গেছেন তিনি বেঁচে উঠবেন না সমাজের এক অংশের আক্রোশের মগজহীন আতিশয্যে। আসুন চেষ্টা করি বিচারক না সাজতে। আসুন চেষ্টা করি এই বিষয়টা নিয়ে আর না ভাবতে। কবীর সুমন তাঁর বক্তব্যের মধ্যে নিজের অসহায়তার কথা তুলে ধরে বলেন, তিনি এ কথাগুলো নিজেকেও বলছেন আর বাকিদেরও।  সুমনের এই পোস্টের পরেই অনেকেই সমর্থন করেছেন তাঁর ভাবনাকে।