মালদহের নতুন জেলাশাসকের দায়িত্বে নীতিন সিংহানিয়া

0
1

দায়িত্ব নিলেন মালদহের নতুন জেলাশাসক নীতিন সিংহানিয়া। রবিবার মালদহ জেলা প্রশাসনিক ভবনে নতুন জেলাশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বিদায়ী জেলাশাসক রাজর্ষি মিত্র। এদিন নতুন জেলাশাসক নীতিন সিংহানিয়াকে সাদর অভ্যর্থনা ও সম্বর্ধনা জানায় জেলা মাড়োয়ারি মঞ্চের সদস্যরাও। ২০১৯ সালের ১০ অক্টোবর মালদহের জেলাশাসকের দায়িত্ব পেয়েছিলেন রাজর্ষি মিত্র। প্রায় তিন বছর মালদহে জেলাশাসকের দায়িত্ব পালন করার পর মুর্শিদাবাদে জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রাজর্ষি মিত্রকে। বর্তমানে মালদহে যিনি জেলাশাসকের দায়িত্ব নিয়ে এসেছেন সেই নীতিন সিংহানিয়া আগে আসানসোল মিউনিসিপ্যাল কমিশনার পদে কর্মরত ছিলেন।