জামাইষষ্ঠীতে সুখবর! অনেকটাই দাম পড়ল সোনার। ভুরিভোজের সঙ্গে সঙ্গে সোনার গয়না উপহার দিয়ে তাক লাগিয়ে দিতেই পারেন মেয়ে-জামাইকে।



আরও পড়ুন:জামাইষষ্ঠীর দিনে বাতিল হাওড়া-তারকেশ্বর লাইনের ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা


বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠা-নামা করছে। গতকালও বেশ অনেকটাই দাম পড়েছিল সোনার। রবিবারও কমল দাম। এদিন ২২ ক্যারীট ১০ গ্রাম সোনার দাম ১০০টাকা কমেছে। একইহারে দাম কমেছে ২৪ ক্যারেটের দাম।
এমসিএক্স সূচকে এদিন সকাল ১০টা অনুযায়ী সোনা-রুপোর দাম কত জেনে নিন:
২২ ক্যারেট হলমার্ক সোনা(গ্রাম প্রতি): ৪,৭৭৪ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম): ৪৭,৭৪০টাকা


২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম): ৫,২০৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম): ৫২,০৯০ টাকা









































































































































