যমুনোত্রী যাওয়ার পথে বাস খাদে, উত্তরকাশীতে মৃত ২২ পুণ্যার্থী

0
1

যমুনোত্রী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম বহু।

রবিবার রাতে উত্তরকাশীর কাছে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে পর্যটক বোঝাই ওই বাসটিতে সকলেই ছিলেন পুণ্যার্থী। তারা চারধাম যাচ্ছিলেন।
সকলেই মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা । বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। উত্তরকাশীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ১৫ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জখম হয়েছেন আরও অনেকে। ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্তদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বাসদুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে কথা বলে ত্রাণ ও উদ্ধার কাজের প্রয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন- অসুস্থ মায়ের নির্দেশে শোভনকে জামাইষষ্ঠী খাওয়ালেন বৈশাখী