বন্যা বিধ্বস্ত অসমে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বাংলার এক জওয়ানের। মৃত ওই জওয়ানের নাম নারায়ণ চন্দ্র(Narayan Chandra)। ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে (Territorial Army) নারায়ণের পোস্টিং ছিল গুয়াহাটিতে (Guwahati)। রবিবার সকালে অসমের পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মৃত নারায়ণ উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

কিছুদিন আগে ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে কার্যত ডুবে ছিল গোটা অসম। ১৪ জনের মৃত্যুর পাশাপাশি বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েন মানুষ। রবিবার অসমেরই পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছিলেন নারায়ণ। সেখানে আচমকাই বাইকের চাকা পিছলে যায় তাঁর। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় নারায়ণের। জানা গিয়েছে, কাজের জন্যই সকালে বাইকে নিয়ে রাস্তায় বের হয়েছিলেন নারায়ণ।
এদিকে নারায়ণের মৃত্যু খবর এদিন অশোকনগরে পৌছতেই শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবারে। পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল নারায়ণের। আগামী শুক্রবারেই তিনি অশোকনগরের বাড়িতে ফিরবেন বলে কথা ছিল। তবে তার আগেই এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকে মূহ্যমান এলাকাবাসী।
















































































































































