জ্বালানী ট্যাঙ্কে ফুটো, কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

0
1

বড়সড় দুর্ঘটনার হাত থেকে কপালজোরে রক্ষা পেল কলকাতা(Kolkata) থেকে দিল্লিগামী(Delhi) এয়ার ইন্ডিয়ার(Air India) বিমান। রানওয়েতে পৌছনোর পর উড়ানের ঠিক আগে দেখা গেল বিমানের জ্বালানী ট্যাঙ্ক(Oil Tank) থেকে গড়িয়ে পড়ছে তেল। বিপদ আঁচ ওই বিমানের উড়ান বাতিল করার পাশাপাশি যাত্রীদের পাঠানো হয় অন্য বিমানে।

জানা গিয়েছে, কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল AI ৭৬৩ বিমানের। বিমান যখন রানওয়েতে পৌঁছায়, তখন দেখা যায়, জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল পড়ছে। বিমানে তখন উপস্তিত ছিলেন ১৩০ জন যাত্রী। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে শুরু হয় বিমান মেরামতির কাজ। শেষমেষ অন্য বিমানে যাত্রীদের দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এয়ার ইন্ডিয়ার বিমানে এহেন পরিস্থিতি স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

তবে এই ধরনের পরিস্থিতি এই প্রথমবার নয়, এর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে। সম্প্রতি মাঝ আকাশে বন্ধ হয়ে গিয়েছিল এই সংস্থার বিমানের ইঞ্জিন। তখন ঝুঁকি না নিয়ে পাইলট মুম্বই বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন। পরে যাত্রীদের অন্য একটি বিমানে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়। সে সময়ও যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছিল৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছিলেন, তাঁরা যাত্রী সুরক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেন। কিন্তু তারপরেও ফের একই অবস্থা স্বাভাবিকভাবেই তুলে দিচ্ছা প্রশ্ন।