Ravi Shastri: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের নেতৃত্বে ভরসা রাখছেন শাস্ত্রী

0
3

আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (India Team)। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। এই সিরিজে দেখা যাবে একাধিক তরুণ মুখ। আর এই সিরিজে রাহুলের ওপর ভরসা রাখছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” রাহুলের কাছে এই প্রথম নেতৃত্বের চাপ থাকবে এমন কিন্তু নয়। এর আগেও ও অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে পরিচালনা করেছে। টি-২০ ফর্ম্যাটে গত ২-৩ বছরে জাতীয় দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার ও। তাই আমি মনে করি কোনও সমস্যাই হবে না রাহুলের।”

এর পাশাপাপাশি শাস্ত্রী আরও বলেন,”আইপিএলে রাহুল কেমন ফর্মে ছিল, সবাই তা দেখেছে। এবার সেই ফর্মটাই শুধু ধরে রাখতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর টি-২০ ফর্ম‍্যাটে এমনিও বিশ্বের সেরা ক্রিকেটার রাহুল। শুধু অধিনায়কত্বের বোঝাটা ঠিকভাবে সামলাতে হবে ওকে। আর আমি আশাবাদী রাহুল পারবে এই দায়িত্ব সামলাতে। আর সিরিজের ফলাফলও পজেটিভ হবে।”

আরও পড়ুন:Rafael Nadal: ফরাসি ওপেনে খেতাব নয়, বরং বাঁ পা চাইছেন নাদাল