Rafael Nadal: ফরাসি ওপেনে খেতাব নয়, বরং বাঁ পা চাইছেন নাদাল

0
2

রবিবার ফরাসি ওপেনের( French Open) ফাইনালে নামছে রাফায়েল নাদাল (Rafael Nadal)। তবে ফাইনালে খেতাব জয়ের থেকেও, অন‍্যকিছু চাইছেন নাদাল। সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন, ফাইনালে জয়ের থেকেও বাঁ পা বদলাতে পারলে বেশি খুশি হব।

সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন, “ফাইনালে হেরে যেতেও রাজি। বরং নতুন পা পেলে আরও খুশি মনে জীবন কাটাতে পারব। জিততে খুবই ভাল লাগে। উত্তেজনা হয়। কিন্তু সেই অনুভূতি সাময়িক। সবার আগে সুস্থ ভাবে বেঁচে থাকতে হবে। আমার সামনে একটা জীবন রয়েছে। ভবিষ্যতে আত্মীয়, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাই, তাদের সঙ্গেও খেলতে চাই। তাই খেতাবের থেকে ব্যক্তিগত খুশি আমার কাছে অনেক আগে।”

চোট পেয়ে মাঝপথে সেমিফাইনাল ছেড়ে বেড়িয়ে যান জেরেভ। জেরেভের চোট নিয়ে নাদাল বলেন,”আপনি যদি মানুষ হন, তা হলে ও রকম চোট দেখে আপনার দুঃখ হবেই। এটা নিয়ে কথা বলতেই অস্বস্তি লাগছে। আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।”

আরও পড়ুন:Roy Krishna: বাগান ছাড়ার পর আবেগঘন বার্তা রয় কৃষ্ণার