ইউরোপের(Europe) বিভিন্ন দেশের পাশাপাশি গোটা বিশ্বে মাঙ্কি পক্সের(Monkey Pox) আতঙ্ক চরম আকার ধারণ করেছে। সেই তালিকায় এবার কি উঠে এল ভারতের নাম? সেই সম্ভাবনাই এবার প্রবল হয়ে উঠল। একাধিক উপসর্গ থাকায় উত্তরপ্রদেশের(Uttarpradesh) এক নাবালিকার নমুনা পাঠানো হল পরীক্ষার জন্য। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, পাঁচ বছরের ওই শিশুর শিশুর শরীরে র্যাশ বেরিয়েছে। পাশাপাশি রয়েছে চুলকানির সমস্যা। এছাড়া তাঁর শরীরে অন্য কোনও সমস্যা নেই। কোনওরকম ঝুঁকি না নিয়ে দ্রুত শিশুটির নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে, শিশুটির বিদেশ ভ্রমণ করেনি। বিদেশ ফেরত কারও সংস্পর্শেও আসেনি। তবে রিপোর্ট না আসা পর্যন্ত দুশ্চিন্তা জারি থাকছেই। যদিও এখনও ভারতে কারও মাঙ্কিপক্সে সংক্রমিত হওয়ার কথা জানা যায়নি। তবে আগে থেকেই সতর্ক রয়েছে কেন্দ্র।
যার জেরেই এবার সংক্রমণ রুখতে গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক। যেখানে বলা হয়েছে, ত্বকে র্যাশ, কনজাংটিভাইটিস, মুখের আলসার, জ্বরের মতো নানা উপসর্গের ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসার কথা বলা হয়েছে কেন্দ্রের গাইডলাইনে। কোনও ব্যক্তি যদি আক্রান্ত দেশগুলিতে ২১ দিনের মধ্যে গিয়ে থাকেন এবং তাঁর শরীরে র্যাশ বের হতে থাকে তাহলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেখতে হবে তাঁর শরীরে জ্বর, মাথাব্যথা, গায়ে যন্ত্রণা, দুর্বলতার মতো উপসর্গও রয়েছে কিনা।