১০৮ ঘণ্টায় ৭৫ কিমি রাস্তা বানিয়ে  বিশ্ব রেকর্ড গড়ার পথে মহারাষ্ট্র

0
1

১০৮ ঘণ্টা, অর্থাৎ সাড়ে চার দিনে তৈরি হবে ৭৫ কিলোমিটার রাস্তা। মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত হাইওয়ে তৈরি হবে। সবচেয়ে কম সময় রাস্তা বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম তুলতে চলেছে মহারাষ্ট্র। এর আগে কাতারের দোহায় ১০ দিনে অর্থাৎ ২৪০ ঘন্টায় ২৫ কিলোমিটার একটি রাস্তা তৈরির রেকর্ড ছিল। কিন্তু মহারাষ্ট্র সেই রেকর্ড ভাঙতে চলেছে। মহারাষ্ট্রের হাইওয়েটির নির্মাণ কাজ ৩ জুন অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে। ৭ জুনের মধ্যে গোটা সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।  অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত বিস্তৃত এই হাইওয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য প্রায় ৮০০ থেকে ১,০০০ জন কর্মী কাজ করছেন। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিটুমিনাস কংক্রিট দিয়ে এই হাইওয়ে তৈরি করা হচ্ছে।