French Open: মেয়েদের সিঙ্গলসে ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন ইগা শিয়নটেক

0
2

ফরাসি ওপেন ( French Open) চ‍্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক (Iga Swiatek)। শনিবার কোকো গফকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেন জিতে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

প্রত্যাশামতোই মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক। রবিবাসরীয় ফাইনালে প্রতিদ্বন্দ্বী কোকো গফকে ৬-১, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন ইগা। ২০২০ সালেও রোলাঁ গ্যাঁরোয় ট্রফি জিতেছিলেন তিনি। নিজের দেশের টেনিস তারকার এই জয়ের সাক্ষী রইলেন ফুটবল তারকা রবার্ট লেয়নডস্কিও। ম্যাচের পর ভিভিআইপি বক্সে উঠে লেয়নডস্কিকে জড়িয়ে ধরেন ইগা।

মার্কিন অষ্টাদশী কোকো আবার ফাইনালে ওঠার পথে গোটা টুর্নামেন্টে একটিও সেট হারাননি। কিন্তু এদিন ইগার বিরুদ্ধে এদিন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না কোকো। বরং ইগা বারবার বুঝিয়ে দিলেন তিনি কেন মেয়েদের টেনিসের একনম্বর তারকা।

আরও পড়ুন:Gerard Pique: দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন পিকে-শাকিরা