Higher Secondary : মাধ্যমিকে পাশ বেশি, স্কুলের আসন সংখ্যা বাড়ল একাদশে

0
1

সদ্য গতকাল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পর্ষদের হিসাব অনুযায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষে মাধ্যমিকে পাশের সংখ্যা বেশি। তাই সব পড়ুয়াকে শিক্ষার সুযোগ করে দিতে তড়িঘড়ি একাদশে আসন সংখ্যা বাড়ানো হল । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে প্রতিটি স্কুলে একাদশে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হ ল।

শুক্রবার বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর মাধ্যমিক পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পড়ুয়া। যা অন্যান্য বছরের তুলনায় বেশি।

ফলে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির সংখ্যাও বাড়বে। তাই ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বাধিক ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল। এর আগে একাদশ শ্রেণিতে ২৭৫ জনকে ভর্তি নেওয়া যেত। আর প্রতিটি স্কুলেই একসঙ্গে আসন সংখ্যা বাড়ানোর ফলে মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে চাওয়া পড়ুয়ারা সহজেই কোনও স্কুলে ভর্তি হতে পারবেন ।