Roy Krishna: বাগান ছাড়ার পর আবেগঘন বার্তা রয় কৃষ্ণার

0
2

শুক্রবারই এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) তরফ সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় ক্লাব ছাড়ছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। এরপরই এই খবররের পর দুঃখ প্রকাশ করে আপামোর বাগান সমর্থক। আর এবার ক্লাব ছাড়ার আবেগঘন পোস্ট করেছেন রয়। পাশে থাকার জন‍্য সমর্থকদের ধন‍্যবাদ জানালেন ফিজির এই ফুটবলার।

সোশ্যাল মিডিয়ায় রয় লেখেন, “আমার অনুভূতি প্রকাশ করার মত শব্দ খুঁজে পাচ্ছি না। তবে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাব, এখানকার সমর্থকরা ও আমার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাতে চাই যারা আমায় মাঠে ও মাঠের বাইরে সমর্থন করেছেন। আমার পরিবার ও আমি কৃতজ্ঞ আপনারা গত তিন বছর যা করেছেন। আমরা সেই সব স্মৃতি মিস করব যেগুলি আমরা এক সঙ্গে তৈরি করেছি।”

এটিকে মোহনবাগান ছাড়লেও, কোথায় আগামী মরশুমে জাচ্ছেন তা এখনও জানাননি। ইতিমধ্যে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি এছাড়া অস্ট্রেলিয়া এ লিগ থেকেও অফার রয়েছে রয়ের কাছে। এখন দেখার কোথায় যান ফিজির এই ফুটবলার।

আরও পড়ুন:Kapil Dev: সচিন পুত্র অর্জুনকে বিরাট পরামর্শ কপিল দেবের