অসুস্থ অভিনেত্রী দোলন রায়

0
1

গুরুতর অসুস্থ অভিনেত্রী দোলন রায় । এই মুহূর্তে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । চিকিৎসকরা জানিয়েছেন অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল । জানা গিয়েছে দোলন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। একটি মেগা সিরিয়ালের আউটডোর শুটিং এর জন্য বাইরে গিয়েছিলেন দোলন। চড়া রোদ ও গরমে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী । দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

দোলনের স্বামী অভিনেতা দীপঙ্কর দে জানিয়েছেন, ধারাবাহিকের আউটডোর শ্যুটিং ছিল। মেকআপ ভ্যান থাকা সত্ত্বেও লোডশেডিং হয়ে দোলনকে বাইরে বেরিয়ে আসতে হয়। রোদে বাইরে বসে থাকতে হয় বেশ অনেকক্ষণ । তখনই তীব্র গরমে, রোদে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বমি হয় সেখানেই। তারপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।