বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী কপিল সিব্বল, চিদম্বরম সহ ৪১ জন

0
2

৪১ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন রাজ্যসভায়(Rajyasava)। এই তালিকায় রয়েছেন কংগ্রেসের পি চিদাম্বরম(P Chidambaram) এবং রাজীব শুক্লা, বিজেপির সুমিত্রা বাল্মিকি এবং কবিতা পতিদার, প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বাল(Kapil Sibal), আরজেডির মিসা ভারতী এবং আরএলডির জয়ন্ত চৌধুরীর মতো নেতৃত্বরা।

১৫ রাজ্যের ৫৭ রাজ্যসভা আসনে ১০ জুন নির্বাচন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। গত শুক্রবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে নির্বাচনের আগেই পরিস্থিতি যা তাতে দেখা গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৪১ জন। এরমধ্যে রাজ্যভিত্তিক উত্তরপ্রদেশের ১১ জন প্রার্থী, তামিলনাড়ুর ৬, বিহারের ৫, অন্ধ্রপ্রদেশের ৪, মধ্যপ্রদেশ ও ওড়িশা থেকে ৩, ছত্তিশগড়, পাঞ্জাব, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ড থেকে ২ জনকে এছাড়া উত্তরাখণ্ড থেকে ১ জন প্রার্থী এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। ৪১ জনের মধ্যে ১৪ জন বিজেপির, ৪ জন কংগ্রেস ও ৪ জন ওয়াই এস আর কংগ্রেস, ৩ জন করে ডিএমকে ও বিজেডির, আম আদমি পার্টি, আরজেডি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এআইএডিএমকে থেকে দুজন করে, জেএমএম, জেডি(ইউ), এসপি এবং আরএলডি থেকে একজন করে এবং নির্দল থেকে কপিল সিব্বাল নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ১০ জুন মহারাষ্ট্রের ছয়টি, রাজস্থান ও কর্ণাটকের চারটি এবং হরিয়ানার দুটি আসনের জন্য নির্বাচন সম্পন্ন হবে। একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে।