রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গেলে মানতেই হবে নতুন গাইডলাইন

0
4

এবার থেকে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গেলে কয়েকটি নির্দিষ্ট গাইডলাইন মানতেই হবে।  তা না মানলে সরোবরের লেকে রোয়িংয়ের অনুমতি দেওয়া হবে না। কেএমডিএ এবং কলকাতা পুলিশ যৌথভাবে  এই গাইডলাইন তৈরি করেছে। তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর  অর্থাৎ SOP। এই নতুন গাইডলাইন অনুযায়ী প্রত্যেক রোয়ারকে লেকে রোয়িং শুরুর  সময়  ওয়াটার অ্যাম্বুল্যান্স,  প্রশিক্ষিত সেফটি অফিসার,  ফলো বোট, রেসকিউ বোট  সঙ্গে রাখতেই হবে। ক্লাব কর্তৃপক্ষকে প্রতি মাসে নিয়ম করে সব পক্ষকে নিয়ে একবার করে বৈঠকে বসতে হবে।

সম্প্রতি কালবৈশাখী ঝড়ের সময়ে বিকেল ৪.৪০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবরের লেকে রোয়িংয়ের সময়ে বোট উল্টে মৃত্যু হয় সৌরদীপ চট্টোপাধ্যায় এবং পূষণ সাধুখাঁর। দুই ছাত্রর মর্মান্তিক মৃত্যুর পরেই লেকে রোয়িং বন্ধ রাখা হয়েছিল। তারপর পুরসভা এবং কলকাতা পুলিশের তরফে একাধিকবার বৈঠক হয়েছে। আর তারপরেই  রোয়িংয়ের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হয়। এই নিয়ম না মানলে রোয়িংয়ের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে লেক কর্তৃপক্ষ।