একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মাধ্যমিকে চূড়ান্ত সাফল্য। মুর্শিদাবাদ জেলার গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠ-এর প্রতিবন্ধী ছাত্র মহঃ আলম রহমান এখন অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভাসছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬২৫।
কে এই মহঃ আলম রহমান?
বড়ঞা ব্লকের বৈদ্যনাথপুরের বাসিন্দা। কার্যত শয্যাশায়ী। বসে পড়ার ক্ষমতাটুকুও নেই। কোনও কাজই নিজে করতে পারে না সে। স্নান-খাওয়া সব ক্ষেত্রেই মা সম্বল তার। তবে মনের জোরটাই আসল! আর সেটাই আরও একবার প্রমাণ করে দিল মুর্শিদাবাদের কান্দির ভরতপুর ব্লকের গণপতি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র মহঃ আলম রহমান। বিশেষভাবে সক্ষম হয়েও স্কুলে বছরের পর বছর প্রথম হয়েছে। শুধুমাত্র নিজের স্কুল নয়, তার পাশাপাশি কান্দি মহকুমায় প্রথম হয়েছে আলম।
আজ, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পরই সবাইকে চমকে দিয়েছে আলম। বিষয় ভিত্তিক গণিতে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৫ নম্বর পেয়েছে। বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে আলম। আকাশ-কুসুম স্বপ্ন দেখা আলমের কেরিয়ারে অবশ্য বাধ সাধছে তার পরিবারিক আর্থিক অনটন। তবে আলমের পাশে দাঁড়িয়েছেন অনেক মানুষ। বাকিটা সময় বলবে।
আরও পড়ুন- আরও কমল ইপিএফ-এর সুদের হার! ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম, কত হল জানেন?