মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

0
1

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন:মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে জেলা, দেখে নিন প্রথম দশের তালিকা


শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরই ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ও মেধাতালিকায় স্থান পাওয়া সকল পড়ুয়াদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের জেলার ছাত্র ও ছাত্রীরা অসাধারণ ফল করেছে। শহরের ছেলেমেয়েরাও আমাদের গর্বিত করেছে।





ছাত্র ছাত্রীদের পাশাপাশি এদিন তাঁদের অভিভাবক, শিক্ষক ও স্কুলগুলিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ হয়েছে। কইসঙ্গে ২০২৩-এর মাধ্যমিকের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। এতে আগামী বছরে পরীক্ষার্থীদের সুবিধা হবে। যেসব পরীক্ষার্থী আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য মমতা বলেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।