‘প্রথম হব আশা করিনি’, জানাল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক

0
3

ছোট থেকেই মেধাবী রৌনক।পড়াশুনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শুনতে ও গাইতে ভালোবাসে সে। মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক মণ্ডলের প্রাপ্ত নম্বর ৬৯৩। ফল প্রকাশের পর রৌনক বলে, ভালো ফলের আশা করেছিলাম। তবে প্রথম হব আশা করিনি।

আরও পড়ুন:গতানুগতিক ধারায় না পড়েই মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মালদহের কৌশিকী সরকার

বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক। দিনে গড়ে আট ঘণ্টা পড়ত সে। তবে রাত জেগে কোনওদিনই পড়েনি সে। রৌনকের পছন্দের বিষয় জীবনবিজ্ঞান এবং অঙ্ক। ভবিষ্যতে ডাক্তার হতে চায় রৌনক। আর সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।

শুধু পাঠ্যবই নয়। রৌনকের বিশেষ পছন্দ ফেলুদা এবং কল্পবিজ্ঞান। গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীতই বেশি ভালোবাসে সে। রৌনক জানায়,  “শিক্ষামূলক এবং সত্যজিৎ রায়ের সিনেমা দেখতে বেশি ভাল লাগে।” ভাল লাগে বেড়াতে যেতেও।