ফিজিক্সই ফেভারিট, কলকাতার প্রথম এবং রাজ্যে চুতর্থ স্থানাধিকারি শ্রুতর্ষির

0
3

প্রথম থেকেই পড়তে ভালোবাসে। শুধু পাঠ্যবই নয়। গল্পের বইও সমানভাবে পড়ে মাধ্যমিক পরীক্ষায় কলকাতায় প্রথম এবং রাজ্যের চতুর্থ স্থানাধিকারি শ্রুতর্ষি ত্রিপাঠী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০।



আরও পড়ুন:মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর


কলকাতার পাঠভবনের ছাত্র শ্রুতর্ষি। তাঁর বাবা ফিজিক্সের অধ্যাপক। শ্রুতর্ষিরও পছন্দের বিষয় ফিজিক্স৷ বড় হয়ে NASA-তে রিসার্চ করতে চায় শ্রুতর্ষি। পড়াশুনোর পাশাপাশি খুব ভাল কুইজ, ডিবেটও করে । তবে ভবিষ্যতে সে যে ফিজিক্স নিয়ে এগোতে চায়, সেটা এক প্রকার নিশ্চিত শ্রুতর্ষি।




তাঁর এই রেজাল্টে খুশি তাঁর পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। স্কুলের প্রধান শিক্ষিকা শুভা গুপ্ত জানিয়েছেন যে, আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রুতর্ষি৷ মেধাবী ছাত্র৷ ওর থেকে প্রত্যাশা ছিলই৷ ভেবেছিলাম ভাল ফল করবে৷ তাই হয়েছে৷