বরাবরই মেধাবী। পড়াশুনো করতে ভালোবাসত। ফেবারিট সাবজেক্ট বায়লজি। যতটা আশা করেছিল তার থেকেও ভালো ফল করে মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে দ্বিতীয় স্থান দখল করলেন মালদহের পরীক্ষার্থী কৌশিকী সরকার।

 
 

আরও পড়ুন:  এ বছর মাধ্যমিকে অষ্টম হয়েছেন ব্রাত্য বসু! 


কৌশিকীর প্রাপ্ত নম্বর ৬৯২। মাধ্যমিকের এই কৃতী মালদহের গাজোল ব্লকের আদর্শবাণী একাডেমী স্কুলের ছাত্রী।পড়াশুনোর জন্য কোনও বাধাধরা কোনও সময় ছিল না। কৌশিকীর বাবা মৃনাল সরকার এবং মা চন্দ্রিকা সরকার দু’জনেই সরকারি স্কুলের শিক্ষক। গাজোল থানার বিধানপল্লী এলাকার বাসিন্দা কৌশিকী সরকার মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখলের খবর জানাজানি হতেই প্রতিবেশীরা তাঁর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। কৌশিকীকে অভিনন্দন জানান তাঁর শিক্ষক-শিক্ষিকারাও।


ভালো ফল করে উচ্ছ্বসিত কৌশিকী বলেন, ” পড়াশুনোর জন্য কোনও বাধাধরা সময় ছিল না। যখন মনে হত বই নিয়ে বসতাম। পড়ার পাশাপাশি ক্রিকেটও দেখতাম। গল্পের বইও পড়তাম। প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৌশিকী বলেন, ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে।


রাজ্যে দ্বিতীয় হয়েছেন কৌশিকী। মাধ্যমিক পরীক্ষায় ৭০০-র মধ্যে ৬৯২ পেয়ে পাড়া-প্রতিবেশীদের তাক লাগিয়ে দিয়েছে কৌশিকী সরকার। সে বাংলায় পেয়েছে ৯৯, ইংরেজিতে ৯৮, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৬ এবং ভূগোলে পেয়েছে ৯৯।
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































