শিরোনামে ধর্ষণ (Rape), স্থান হায়দরাবাদ (Hyderabad)। ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল বিধায়ক পুত্রের (MLA Son) বিরুদ্ধে। রিপোর্টে প্রকাশ, গত ১ জুন হায়দরাবাদের জুবিলি হিলস থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। গাড়িতে তুলে নাবালিকাকে (Minor Girl)নানা ভাবে হেনস্থা করা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানোর পরে গণধর্ষণের (Gang Rape)মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় বন্ধুর সঙ্গে নাবালিকা একটি পার্টিতে গিয়েছিলেন। ফেরার সময় কয়েকজন যুবক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে গাড়িতে উঠে আসতে বলে। এই দলে এক বিধায়ক পুত্র ছিলেন। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে, এক এক করে নাবালিকাকে গণধর্ষণ (Gang Rape)করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এই কুকীর্তির পাণ্ডা বিধায়ক পুত্র। যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন নাবালিকা। প্রাথমিক ভাবে মেয়েটির গলায় আঘাতের চিহ্ন দেখে গোটা ঘটনা আন্দাজ করেন নাবালিকার পরিবার। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। একইসঙ্গে সংখ্যালঘু দপ্তরের এক সচিবের পুত্রের দিকেও আঙুল উঠেছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। তাই অন্ধকারে সিসিটিভি ফুটেজ থেকে বিশেষ কিছু উদ্ধার করা সম্ভব হয় নি বলেই পুলিশ সূত্রে খবর। বন্ধুর সঙ্গে একটি পার্টিতে গিয়েছিল ওই নাবালিকা (Minor Girl)। সেখানেই কয়েকজন যুবকের সঙ্গে আলাপ হয় ওই নাবালিকার। বাড়িতে ছেড়ে দেব, এই কথা বলে নাবালিকাকে গাড়িতে তোলে ওই যুবকরা। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে এক এক করে নাবালিকাকে ধর্ষণ (Gang Rape)করে ওই যুবকরা। এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। প্রাথমিক ভাবে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা প্রত্যেকেই নাবালক। এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে তেলেঙ্গানা বিজেপি।
















































































































































