১০জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল

0
3

পরীক্ষার ৪৪ দিনের মাথায় এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল।

গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষায় নাম নথিভুক্ত করেন। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।

করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। অফলাইনে পরীক্ষা হলেও,নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।