ফের পতন! এবার এক ধাক্কায় অনেকটাই কমল ইপিএফ-এ সুদের হার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮.৫ শতাংশ থেকে নেমে ৮.১ শতাংশে চলে এল ইপিএফ-এ সুদের হার।
২০২১-২২ অর্থবর্ষে সুদের পরিমাণ কমিয়ে ৮.১ শতাংশ করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। গতবছর সুদের হার ছিল ৮.৫ শতাংশ। চলতি অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে সুদ কমিয়ে করা হল ৮.১ শতাংশ। যা গত ৪০ বছরে সর্বনিম্ন। সেই ১৯৭৭-৭৮ সালে পিএফে সুদের পরিমাণ ছিল ৮ শতাংশ। অর্থাৎ গত চার দশকে সবচেয়ে বেশি পতন হল ইপিএফে।
প্রসঙ্গত, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে পিএফের আমানতে সুদ দেওয়া হয়েছে ৮.৫ শতাংশ। এর আগে ২০১৮-১৯ সালে ৮.৬৫ শতাংশ সুদ মিলেছে। ২০১৭-১৮ সালে ৮.৫৫%। ৮.৮ শতাংশ পাওয়া গিয়েছিল ২০১৫-১৬ সালে।
আরও পড়ুন- বিমানবন্দর এবং উড়ানে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ দিল্লি হাইকোর্টের