১) অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন নিজের পরবর্তী ইচ্ছের কথা। একটি অনলাইন শিক্ষামূলক অ্যাপের সঙ্গে জুড়েছেন বলে জানান সৌরভ। যেখানে সমস্ত প্রশিক্ষক ও কোচেদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন বিসিসিআই প্রসিডেন্ট।
২) ২০২২ আইপিএল গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হওয়ায় অনেকে অবাক হলেও অবাক নন মহম্মদ শামি। শামির মতে, গুজরাতের সাফল্যের পিছনে অবদান রয়েছে অনেক কিছুর।
৩) প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সফরসূচি। টি-২০ সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে মার্কিন মুলুকে। আমেরিকায় ভারতীয় ক্রিকেটের প্রচারের জন্যই এমন ভাবনা বলে জানা যাচ্ছে।
৪) নতুন লগ্নিকারী ইমামির সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের। নতুন লগ্নিকারীকে দেওয়া হবে শুধু ফুটবল স্বত্ত্ব। এদিকে, তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন সার্থক গলুই। লাল-হলুদ ছেড়ে গত মরশুমে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এই বঙ্গ ডিফেন্ডার।
৫) ফিনালিসিমা জিতে হুঙ্কার মেসির। বললেন, যেকোন লড়াইয়ের জন্য প্রস্তুত আর্জেন্তিনা। বুধবার মধ্যরাতে ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা ট্রফি চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।
আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ