মাধ্যমিকে প্রথম অর্ণবের লক্ষ্য ডাক্তার হওয়া

0
4

শুক্রবার প্রকাশিত হয় চলতি বছরের মাধ্যমিকের ফলাফল।মাধ্যমিকে প্রথম হয়েছেন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই অর্ণবের স্বপ্ন চিকিৎসক হওয়ার। প্রথম হওয়ার খবর শোনার পরই আনন্দ ও উচ্ছাস বাঁধ মানছে না তার।



আরও পড়ুন:‘প্রথম হব আশা করিনি’, জানাল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক
অর্ণবের প্রাপ্ত নম্বর, ৬৯৩ ।অর্ণব জানান, ‘এক থেকে দশের মধ্যে থাকব ভেবেছিলাম কিন্তু প্রথম হব ভাবিনি।ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে।ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছি। ‘


ছেলে অর্ণব মাধ্যমিকে প্রথম হয়েছে, স্বাভাবিকভাবেই গর্বিত মা-বাবা। আবেগে গলা রুদ্ধ হয়ে আসছে মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘড়াইয়ের বাবার। টিভিতে তাঁর ছেলের প্রথম হওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি। তাঁর ছেলে যে মাধ্যমিকে ভালো ফল করবেন এটা তিনি জানতেন কিন্তু একেবারে প্রথম হবেন তা ভাবতে পারেননি। পেশায় শিক্ষক অর্ণবের বাবা তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘আমার ছেলে পড়াশোনা করতে ভালোবাসে। অর্ণবের পড়াশোনা করার কোনও নির্দিষ্ট সময় ছিল না। যখন মনে হত পড়ত।’




মেধাবী ছাত্র জানান, তিনি চারটি বিষয়ে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করতেন। এই বিষয়গুলি হল অংক, বিজ্ঞান বিভাগ এবং ইংরেজি। অর্ণবের কৃতীত্বে খুশি তাঁর স্কুল শিক্ষকরাও। তাঁর শিক্ষক বলেন, “আমরা জানতাম ও এক থেকে তিনের মধ্যে থাকবে। প্রথম হওয়ায় অত্যন্ত গর্বিত।”