KK-র মর্মান্তিক মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাক। তবে, জনপ্রিয় এই গায়কের হৃদযন্ত্রের সমস্যা দীর্ঘদিনের। তাঁর ময়নাতদন্তের রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, বাঁদিকের ধমণীতে ৮০ শতাংশ ব্লকেজ ছিল। KK-র স্ত্রী জ্যোতিও (Jyoti) জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বুক ব্যথার কথা বলেছিলেন তিনি। আর এবার এই কথার সমর্থনে মন্তব্য করলেন KK-র ম্যানেজার রীতেশ ভাট (Ritesh Bhat)। তিনি বলেন, শো-র দিন সকাল থেকে বেশ দুর্বল ছিলেন তিনি। শরীরে কিছু সমস্যার কথাও ঘনিষ্ঠ মহলে জানান KK। অনুষ্ঠানের মাত্র কয়েকঘন্টা হাতে থাকতেই হাতে ও কাঁধে ব্যাথাও অনুভব করেন তিনি।
চিকিৎসকরা জানান, অন্যান্য ধমনীতেও ব্লকেজ ধরা পড়েছে KK-র। শো চলাকালীন স্টেজের মধ্যেই গরমে গানের সঙ্গে নাচছিলেন তিনি। ফলে অত্যাধিক উত্তেজনা তৈরি হয়। দেহে রক্তপ্রবাহ বন্ধ হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিল্পীর। অনেক বিশেষজ্ঞর মতে, সেই সময় সিপিআর শিল্পীকে বাঁচানো যেত। সেই সময় হোটেলে না নিয়ে গিয়ে যদি সেই সময় KK-কে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, হয়ত এড়ানো যেত এত দুর্ঘটনা।