যাত্রীবোঝাই বাসের দিকে তেড়ে এল বুনো হাতি, তারপর !

0
1

রাস্তার মাঝে হঠাৎ করে তেড়ে এল বুনো হাতি, তখন যাত্রীবোঝাই বাস (Passenger bus) এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। হঠাৎ মাঝপথে বিপত্তি !বনের এক হাতির আগমনে ত্রাহি ত্রাহি রব সেবক রোডে (Sebak Road) । ভয়ে স্টিয়ারিং ছেড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন বাস চালক (Bus Driver) নিজেই।

বুধবার বিকেলে শিলিগুড়ি (Siliguri)থেকে মালবাজার যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে ডুয়ার্সের(Dooars) দিকে একটি যাত্রীবোঝাই বাস যাচ্ছিল। হঠাৎ সেবক রোডের কাছে বাস আসতেই ভয়ঙ্কর দৃশ্য। চোখের সামনে তেড়ে আসছে বুনো হাতি। প্রথমে সবাই ভেবেছিলেন হাতিটি রাস্তা পার করে চলে যাবে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সবার ভুল ভাঙে, মুহূর্তের মধ্যেই হাতিটি চলে না গিয়ে উলটে বাসের দিকে তেড়ে আসছে। মৃত্যুর মুখোমুখি হয়ে আতঙ্কে ততক্ষণে চিৎকার শুরু করেছেন বাসযাত্রীরা। এতে রেগে যায় হাতিটি, দ্রুতগতিতে তেড়ে আসে একেবারে ড্রাইভারের দিকে। সামনে সাক্ষাৎ মৃত্যু, বাঁচার শেষ একটা চেষ্টা করতে গিয়ে পালাতে চেয়েছিলেন ড্রাইভার কিন্তু তড়িঘড়ি হোঁচট খেয়ে পড়ে যান । এরপর সবাই মিলে চিৎকার শুরু করলে হাতিটি ভয় পেয়ে জঙ্গলের দিকে ফিরে যায়। বিপদ কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। তাঁরা সকলেই অক্ষত আছেন।

কিন্তু হঠাৎ এভাবে হাতি মাঝরাস্তায় চলে আসার কী কারণ? এ বিষয়ে পরিবেশ প্রেমী (Environmentalist) নফসর আলি (Nafsar Ali) মন্তব্য করেন, এসময় বন্যপ্রাণীরা রাস্তা এপার-ওপার চলাচল করে। বনকর্মীদের নজরদারি বাড়ালে এই ধরণের ঘটনা এড়ানো সম্ভব।