বুধবার জানা গিয়েছিল ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী(Sonia Gandhi) ও তাঁর পুত্র রাহুল গান্ধীকে(Rahul Gandhi) তলব করেছে ইডি। আর ইডির তলবের পরই বৃহস্পতিবার খবর এল করোনা আক্রান্ত(Covid 19) হয়েছেন সোনিয়া। এদিন এই খবর প্রকাশ্যে এনেছেন কংগ্রেস প্রধান মুখপাত্র রণদীপ সিং সুর্যেওয়ালা। বৃহস্পতিবার সোনিয়ার কোভিড আক্রান্ত হওয়ার বিসয়টি প্রকাশ্যে আসার পর টুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

জানা গিয়েছে, ধবার সন্ধেয় হালকা জ্বর এসেছিল সোনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল। চিকিৎসক পরীক্ষা করতেই করোনা ধরা পড়ে। আপাতত আইসোলেশনে রয়েছেন সোনিয়া। সুর্যেওয়ালা আরও জানিয়েছেন, “সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। তবে দ্রুত সুস্থ হচ্ছেন কংগ্রেস নেত্রী।” কংগ্রেস জানিয়েছে, ৮ জুনই ইডির দপ্তরে হাজিরা দেবেন কংগ্রেস সভানেত্রী। উল্লেখ্য, কিছুদিন আগে জয়পুরের চিন্তন শিবির সেরেছেন সোনিয়া। এরপর একের পর এক কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। অনুমান ওই চিন্তন শিবির থেকেই আক্রান্ত হওয়ার বিষয়টি হয়েছে।
















































































































































