কেকে-র অনুষ্ঠানে একবারের জন্যও বন্ধ করা হয়নি এসি, রিপোর্ট দিল KMDA

0
2

জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। তুলেছে অনেক প্রশ্ন। কিংবদন্তি শিল্পীর শেষকৃত্যর পরও বিতর্কের পাহাড় তৈরি হয়েছে। এই বিতর্কের অনেকেই জুড়ে রয়েছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চ।

মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্টে কেকে-র কনসার্ট চলাকালীন ঠিক কী পরিস্থিতি ছিল তা সরেজমিনে জানতে
KMDA-এর পক্ষ থেকে একটি বিশেষ পর্যবেক্ষক কমিটি গড়া হয়েছিল। সেই কমিটির সদস্যরা বুধবার নজরুল মঞ্চের পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর আজ, বৃহস্পতিবার KMDA চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা।

জানা গিয়েছে, নজরুল মঞ্চের পরিস্থিতি প্রসঙ্গে রিপোর্টে জানানো হয়েছে সেখানে ৯০০ টন করে মোট ২৭০০ টনের তিনটি এসি ইউনিট রয়েছে। কেকে-র অনুষ্ঠানের দিন অর্থাৎ মঙ্গলবার তিনটি এসি চলেছে। কোনও এসি একবারের জন্যও বন্ধ করা হয়নি। তবে অনুষ্ঠানের দিন মাঝপথে কিছুটা সময়ের জন্য এসির একটি ইউনিট-এর ঠান্ডা কমিয়ে দেওয়া হয়। কিন্তু ভিড় বাড়তেই ঠান্ডা ফের বাড়িয়ে দেওয়া হয়।

রিপোর্টে আরও বলা হয়েছে, নজরুল মঞ্চের মূল প্রাঙ্গনে প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রয়েছে। প্রথমে দুটি গেট খোলা হয়েছিল। কিন্তু দর্শক বাড়তেই বাকি গেটগুলিও খুলে
দেওয়া হয়। দর্শকদের ভিড়ের তুলনায় পুলিশের সংখ্যা পর্যাপ্ত ছিল না বলেও উল্লেখ করা হয়েছে KMDA রিপোর্টে।

আরও পড়ুন:বহুবিবাহ নয়, স্ত্রীকে দিতে হবে সম্পত্তির অধিকার: মুসলিমদের বার্তা হিমন্ত বিশ্ব শর্মার