আইপিএলের (IPL) পর যে টিম ইন্ডিয়ার (India Team) ঠাসা সূচি, তা আগেভাগেই টের পাওয়া গিয়েছিল। সেইমত জুলাই-আগাস্টে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। যেখানে তিনটি একদিনের ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন রোহিত শর্মা ( Rohit Sharma)-বিরাট কোহলি (Virat Kohli)। আর এদিন সূচি ঘোষণা করে দিল দুই বোর্ড। সূচি অনুযায়ী ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শেষ করবে রোহিতরা। এরপর এই দলের নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি ইংল্যান্ড থেকে রওয়না দেবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের। এদিকে টি-২০ সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে মার্কিন মুলুকে। আমেরিকায় ভারতীয় ক্রিকেটের প্রচারের জন্যই এমন ভাবনা বলে জানা যাচ্ছে।

একনজরের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফরসূচি:
তিন ম্যাচের একদিনের সিরিজ:
প্রথম একদিনের ম্যাচ: ২২ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
দ্বিতীয় একদিনের ম্যাচ: ২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)
তৃতীয় একদিনের ম্যাচ: ২৭ জুলাই (কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন)

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ:
প্রথম টি-২০: ২৯ জুলাই (ব্রায়ান লারা স্টেডিয়াম, পোর্ট অফ স্পেন)
দ্বিতীয় টি-২০: ১ অগাস্ট (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)
তৃতীয় টি-২০: ২ অগাস্ট (ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস)
চতুর্থ টি-২০: ৬ অগাস্ট (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)
পঞ্চম টি-২০ : ৭ অগাস্ট (ব্রওয়ার্ড কাউন্টি গ্রাউন্ড, ফ্লোরিডা, ইউএসএ)
আরও পড়ুন:EastBengal: নতুন লগ্নিকারী ইমামির সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

















































































































































