আয় বাড়াতে বিজ্ঞাপনী প্রচারে ভাড়া দেওয়া হবে মেট্রো স্টেশন

0
1

বেসরকারিকরণের ঠেলায় ইতিমধ্যেই কলকাতা মেট্রো স্টেশনে (Metro Station) নামের সামনে বসেছে বিভিন্ন কোম্পানির নাম। এবার কার্যত স্টেশন চত্বর ভাড়া দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। আয় বাড়াতে স্টেশন চত্বর সিনেমা বা যে কোনও বাণিজ্যিক সংস্থার বাণিজ্যিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। তবে, সোনার পাথর বাটির মতো মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জুড়ে দিয়েছে যাত্রীদের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে।

বৃহস্পতিবার, কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, এবার থেকে প্রযোজক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ব্যবসায়ী-সহ কোনও সংস্থা প্রচারের জন্য ব্যবহার করতে পারবে স্টেশন চত্বর। ফিল্ম রিলিজের আগে প্রোমোশন করা যাবে মেট্রো স্টেশনে। কিছুদিন আগে নিজেদের ছবি ‘কিশমিশে’র প্রচারে মেট্রোয় দেখা গিয়েছিল দেব-রুক্মিনীকে। এবার এই দৃশ্য দেখা যাবে প্রায়শই।

পণ্যের প্রচারের জন্যই ব্যবহার করা যাবে মেট্রো স্টেশন চত্বর। পাশাপাশি, প্রচারের প্রয়োজনে মেট্রো স্টেশন চত্বরে ছোট ছোট কিয়স্ক খোলার অনুমতিও দেওয়া হয়েছে। তবে, দমদম মেট্রো স্টেশনে কিয়স্কের অনুমতি মিলবে না। কিয়স্কের জন্য ২০ স্কোয়ার ফুট জায়গা পাওয়া যাবে দৈনিক, সপ্তাহিক অথবা মাসিক চুক্তির ভিত্তিতে। এইভাবে আয় বাড়বে মেট্রোর।

কিন্তু প্রশ্ন হচ্ছে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে কীভাবে যাত্রীদের অসুবিধা না করে চলবে বিজ্ঞাপনী প্রচার। মেট্রো স্টেশনের যেখানে নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি সেখানে এই ধরনের প্রচার হলে নজরদারি হবে কীভাবে! যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।