কাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করল জঙ্গিরা

0
2

কাশ্মীরে ব্যাঙ্কের মধ্যে ঢ়ুকে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করল জঙ্গিরা। এর আগে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন সরকারি চাকুরে, স্কুল শিক্ষিকা থেকে শুরু করে দোকান কর্মীও। এ নিয়ে কাশ্মীরে গত তিন সপ্তাহে চার জন সংখ্যালঘুকে খুন করল জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার কুলগাম জেলার এলাকুয়াই দেহাতি ব্যাঙ্কের ভিতরে ঢুকে বিজয় কুমার নামে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই ম্যানেজারের দেহ। ঘটনাস্থলেই ম্যানেজারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিজয় আদতে রাজস্থানের বাসিন্দা।

এভাবে একের পর এক নিরীহ নাগরিকের মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত উপত্যকার মানুষজন। কেন্দ্র সরকারের আশ্বাস দেওয়া সত্ত্বেও  প্রাণহানির ঘটনা ঘটে চলায় বাড়ছে ক্ষোভও।