নিজের সঙ্গে নিজের বিয়ে! নেট মাধ্যমে ভাইরাল গুজরাটের তরুণীর কীর্তি

0
1

নিজেকে ভালোবাসা কি অপরাধ? নিশ্চয়ই না, কিন্তু নিজেকে ভালবেসে বিয়ে করতে চাওয়া্র কথা প্রকাশ্যে আসতেই আলোচনা সমালোচনার শুরু। গুজরাতের ২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দু (Kshama Bindu)এমনই এক সিদ্ধান্ত নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

পুরুষ এবং নারী একে অন্যের প্রতি আকর্ষিত হবে, সামাজিক নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। এই প্রচলিত ধারা ধীরে ধীরে বদলাচ্ছে। এখন পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক বা নারীর সঙ্গে নারীর সম্পর্ক আলোচনায় আসছে। সমকামিতাতে (Homosexuality)কিছু পরিবার স্বীকৃতিও দিচ্ছে। কিন্তু ‘নিজগামিতা’ (Sologamy)সম্পর্কে খুব একটা আলোচনা হয় কি? আর এখানেই ব্যতিক্রমী ক্ষমা বিন্দু (Kshama Bindu)। নিজেকে এতটাই ভালোবাসেন তিনি, যে নিজেই নিজেকে বিয়ে করতে চান। দিনক্ষণ সব স্থির হয়ে গেছে। আগামী ১১ জুন গাঁটছড়াও বাঁধবেন ক্ষমা, কন্যাদান, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, বিয়ের মন্ত্র সবটাই থাকছে শুধু থাকছেন না পাত্র বাবাজীবন। অবাক হচ্ছেন? আসলে কনে বিয়ে করবেন নিজেকে। নিজের সঙ্গেই নিজে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। কনে সেজে তিনি সাত পাকে ঘুরবেন নিজের সঙ্গেই! গুজরাতের (Gujrat)গোত্রীর এক মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। বিয়ের পর দু’সপ্তাহের মধুচন্দ্রিমায় নিজের সঙ্গে গোয়ায় ঘুরতে যাবেন তিনি।

‘নিজগামিতা’ সম্পর্কে খুব একটা কথা শোনা যায় না। তাই গুজরাতের ২৪ বছরের তরুণীর এহেন সিদ্ধান্তে চমকে গেছেন সবাই। এও কি সম্ভব, প্রশ্ন তুলেছেন অনেকেই। ক্ষমা জানিয়েছেন, তিনি নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসেন। আর তাঁর সেই ভালবাসা জাহির করতে কোনও লজ্জা নেই। তিনি বলেন, তাঁর এই সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন রয়েছে তাঁর বাবা-মায়ের। অবশ্য তাঁর এই নিজগামিতার আরও একটি লক্ষ্য রয়েছে। তিনি প্রমাণ করতে চান, মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল নন, তাঁরা স্বয়ংসম্পূর্ণ।