এক সপ্তাহে দ্বিতীয়বার! ফের আমেরিকায় বন্দুকবাজের হামলায় নিহত ৪

0
1

স্কুলের পর এবার হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালালো বন্দুকবাজ। টেক্সাসের পর ওকলাহোমার তুলসায় বন্দুকবাজের হামলায় জখম হয়েছেন ৪ জন।আহত হয়েছেন আরও ১০ জন।  পুলিশের গুলিতে ওই বন্দুকবাজের মৃত্যু হয়েছে। আমেরিকায় এক সপ্তাহে দু’দুবার এমন ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।



আরও পড়ুন:নিউটাউনের ফ্ল্যাটে অনুব্রত, আজ ফের CBI দফতরে হাজিরা?


পুলিশ সূত্রের খবর তুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাতালি বিল্ডিংয়ে আচমকাই ঢুকে পড়ে এক ব্যক্তি। সেখানে  হাসপাতালে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু তত ক্ষণে চার জন মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন অনেকেই। কী কারণে এই হামলা তার তদন্ত করছে পুলিশ।





ঘটনাটি ঘটে নাতালি বিল্ডিংয়ের দোতলায়। সেখানে মূলত ডাক্তারদের অফিস রয়েছে। আর রয়েছে একটি অর্থোপেডিক চিকিৎসা কেন্দ্র। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে কর্মীরাও রয়েছেন।