কেকে-কে চক্রান্ত করে হত্যা করেছে তৃণমূল, দাবি দিলীপের! পাল্টা দিল তৃণমূল

0
1

কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Manch) গুরুদাস কলেজের অনুষ্ঠানে (Gurudas college festival) করতে আর ফেরা হল না এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক কেকে (KK)। শিল্পীর অকাল প্রয়াণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দল তাঁকে সংবাদ মাধ্যমের সামনে “সেন্সর” করলেও চুপ করে থাকার পাত্র নন দিলীপবাবু। তাঁর দাবি, “কেকে-কে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা। অপরাধবোধ থেকেই গান স্যালুট দিয়েছে রাজ্য সরকার।”

আজ, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে শাসক দল তৃণমূলকে (TMC)নিশানা করে দিলীপ ঘোষ আরও বলেন, “একটা মানুষকে হত্যা করা হল। বাংলায় এসে লোকটা বেঘোরে মারা গেলেন। অমিত শাহও বলেছিলেন, বাংলায় গেলে তিনি মারা যেতে পারেন। এটা কলেজের অনুষ্ঠান নয়, তৃণমূল পার্টির অনুষ্ঠান। ওরা লোক জড়ো করেছে। নেতারা আয়োজন করেছেন। জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। চলে যেতে চাইছিলেন। চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা দুর্ঘটনা বা স্বাভাবিক ঘটনা নয়, হত্যা। তাই পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”

যদিও দিলীপ ঘোষের মন্তব্যকে প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “কলেজ ফেস্টের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কেকে-র মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ মিথ্যা বলছেন, কুৎসা করছেন।”