২০০ জন যাত্রীকে নিয়ে বিমান অবতরণ করাল প্রশিক্ষণ না নেওয়া চালক। তবে এই কৃতিত্বের জন্য ‘পুরষ্কার’ নয় মিলল ‘তিরস্কার’। কোনও রকম প্রশিক্ষণ ছাড়া এত মানুষের জীবনের ঝুঁকি নেওয়ায় বিমান সংস্থা এয়ার ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা করল বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)।
এই ঘটনায় ডিসিজিএ-র বক্তব্য, যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপস করে ভিস্তারা বিমান পরিষেবার নিয়মভঙ্গ করেছে। যার জন্যই ওই বিমান সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অভিযুক্ত ওই বিমান সংস্থার এক আধিকারিকের কথায়, “ডিজিসিএ জানিয়েছে, বিমান অবতরণের দায়িত্বে থাকা ফার্স্ট অফিসারের যথাযথ প্রশিক্ষণ ছিল না। তা সত্ত্বেও তিনি যাত্রী-সহ বিমানটিকে ইনদওর বিমানবন্দরে অবতরণ করান। কী করে বিমানসংস্থাটি তাঁকে বিমানটি অবতরণ করানোর অনুমতি দিল। যাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করা হয়েছে।” উল্লেখ্য, বিমানের উড়ান শুরু এবং অবতরণের দায়িত্ব সর্বদা থাকে ফার্স্ট অফিসারের কাঁধে। তবে সে নিয়ম এখানে মানা হয়নি। জানা গিয়েছে, ওই বিমানে ২০০ জন যাত্রীর পাশাপাশি ৪ জন বিমান সেবিকা ছিলেন।