নির্মীয়মান বহুতলে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতি, গুরুতর জখম ৪

0
4

মদের আসরে বাধা দিতে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রমিকদের বচসার জেরে আহত ৪। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউটাউনের একটি নির্মীয়মান বহুতলে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ। ঘটনায় দু’জন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।



আরও পড়ুন:ইডির তলবের পরই করোনা আক্রান্ত সোনিয়া, রয়েছেন আইসোলেশনে


জানা গেছে, বহুদিন ধরেই নির্মীয়মান ওই বহুতলটিতে মদের আসর বসার অভিযোগ আসছিল। বুধবার রাতে নিরাপত্তারক্ষীরা সেখানে কয়েকজন শ্রমিককে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই বাধা দিতেই শুরু হয় তুমুল অশান্তি।  নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয় শ্রমিকদের। অভিযোগ, এক নিরাপত্তারক্ষীকে রড মেরে তাঁর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।




নিরাপত্তারক্ষীদের অভিযোগ, শ্রমিকরা তাঁদের বন্দুক কেড়ে গুলি চালানোর চেষ্টা করে। পরপর কয়েক রাউন্ড গুলি চলে।