জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যুর জের। এবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনির্দিষ্টকালের জন্য বন্ধে হতে পারে কলেজ ফেস্ট। সরকারি এই প্রেক্ষাগৃহ বিভিন্ন কলেজ অনুষ্ঠানের জন্য দেওয়া হয়। কিন্তু প্রতিবারই কোনও না কোনও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। তাই অনেক আগেই নজরুল মঞ্চে কলেজ পড়ুয়াদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছিল KMDA। কিন্তু আর নয়, কেকে-র অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ফের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আড়াই হাজার আসন বিশিষ্ট এই অত্যাধুনিক প্রেক্ষাগৃহে
প্রায় ৭হাজার দর্শক প্রবেশ করেছিল বলে অভিযোগ। খুব স্বভাভিকভাবেই ৭টি গেট খুলে রাখতে হয় নজরুল মঞ্চ কর্তৃপক্ষকে। ফলে সেন্ট্রাল এসি বিকল হয়ে যায়।

এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কলেজ পড়ুয়াদের মধ্যে কেকে-কে নিয়ে প্রবল উন্মাদনা ছিল। কেকে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী। কেকে-র পপুলারিটি এমনই যে, ইয়ং ব্রিগেড তাঁকে ছেঁকে ধরে। কেএমডিএ-এর পক্ষ থেকে আমায় বলা হচ্ছিল যে, কলেজগুলোকে আর নজরুল মঞ্চকে দেবেন না। কারণ ওরা সিটের উপর উঠে নাচানাচি করে। সিটগুলোর ক্ষতি হয়।”
এসি বিকল হওয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “নজরুল মঞ্চের এসির যথেষ্ট ভালো। কিন্তু ২৭০০-র জায়গায় যদি ৭০০০ লোক ঢুকে পড়ে! অত্যধিক ভিড়ে গরম তো লাগবেই। শ্বাসপ্রশ্বাস নিতেও সমস্যা হবে। পাঁচিল টপকেও লোক ঢুকেছে। আটকানো যায়নি সেই স্রোতকে। এসি বন্ধ ছিল না। কিন্তু অত ভিড়ে কাজ করছিল না এসি। সব দরজা খোলা থাকায়, হাওয়া বেরিয়ে যাচ্ছিল।” সবমিলিয়ে KMDA আধিকারিকদের পরামর্শ মেনে কলেজের অনুষ্ঠানে আর নজরুল মঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার।













































































































































