বিয়ে ঠিক হয়েছিল এক পাত্রীর ছবি দেখে। কিন্তু বিয়ের পর ওড়না তুলতেই দেখা গেল মুখ বদল। পাল্টে গিয়েছে বউ। অবশেষে পুলিশ গ্রেফতার করল ভুয়ো পাত্রীকে। ঘটনাটি ঘটেছে দান্তিয়ারের জালোর জেলার সাঁচোরে। সারওয়ানা থানার পুলিশের তরফে জানা গিয়েছে, জনৈক মুরাদ খান তার বন্ধু গণপত সিং চৌহানকে তাঁর শ্যালক কীর্তির মেয়েকে বিয়ে করার পরামর্শ দেন। এর জন্য ৫ লাখ টাকা দিতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। এরপর সোহান সিং রাজপুত ও তাঁর পরিবারের সদস্যদের পাত্রীর ছবি দেখানো হয়। বছর কুড়ির ওই মেয়েকে দেখে পাত্রর পছন্দ হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের পরে বাড়িতে বর-কনে আসার পরে ওড়না তুলতেই সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায় ছবিতে দেখানো সেই পাত্রী আর কনে এক নয়। পাত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে সোহান সিং রাজপুত সারওয়ানা থানায় অভিযোগ দায়ের করেন। ওই নকল কনে হিনাকে পুলিশ এরপর জিজ্ঞাসাবাদ শুরু করে। মেয়েটি জানিয়ে দেয় সে নকল। মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে কিছু লোকের নির্দেশে সে এই বিয়েটি করেছে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।