খুনের হুমকি, থানায় অভিযোগ দায়ের করলেন রূপঙ্করের স্ত্রী

0
1

খুনের হুমকি আসছে লাগাতার। সেই অভিযোগ নিয়েই এ বার পুলিশের দ্বারস্থ হলেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহিড়ী। সদ্য একটি ভিডিয়ো পোস্ট করে সঙ্গীতশিল্পী রূপঙ্কর কেকের গানের সমালোচনা করেছিলেন। আর ঘটনাক্রমে সেদিনই অনুষ্ঠান শেষে আকস্মিকভাবে প্রয়াত হন কেকে। আর তারপর থেকেই সকলের রাগ,  ক্ষোভ ও বিরূপ মন্তব্যের মুখে রূপঙ্কর। কুকথায় ভরে গিয়েছে শিল্পীর সোস্যাল মিডিয়ার পেজ। শুধু বিরূপ সমালোচনাই নয় রূপঙ্করকে নাকি খুনের হুমকিও দেওয়া হচ্ছে। এমনটাই দাবি করছেন শিল্পীর স্ত্রী চৈতালি।   চৈতালি জানিয়েছেন, ‘একটা নয়, একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে জানিয়েছি সবটাই। তাঁরা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’