ফের অনুব্রত মণ্ডলকে তলব করল করল বিআই। আগামিকাল বৃহস্পতিবার ২ জুন অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দিতে নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানানো হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে ডাকা হয়েছে। এর আগে অসুস্থতার কারণে সিবিআই ডাক পাঠানো সত্ত্বেও যেতে পারেননি অনুব্রত। কিছুটা সময় চেয়েছিলেন তাঁর আইনজীবী। কারণ চিকিৎসকরা অনুব্রতকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় ফের হাজিরা দেওয়ার জন্য নোটিস ইস্যু করা হয়েছে সিবিআইয়ের তরফে। শুধু এই মামলা নয়, গরু পাচার মামলাতেও সিবিআই নজরে রয়েছেন অনুব্রত মণ্ডল। সপ্তাহ দুই আগে গরু পাচার মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। যদিও ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন অনুব্রত মণ্ডল।










































































































































