স্বামী অন্য মহিলার সঙ্গে পরকীয়া(Extra Marital Affair)সম্পর্ক স্বামীর। সেই রাগে বেনজির প্রতিশোধ নিলেন স্ত্রীর। ওই মহিলাকে যৌন হেনস্থা(Sexual Assult)করালেন চারজন ভাড়াটে গুন্ডা দিয়ে। অভিযুক্তের নাম গায়ত্রী( Gayetri)।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের(Hyderabad) কোণ্ডাপুর(Kondapur) এলাকায়।সরকারি চাকরি ( Government Service)পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে একটা সেন্টারে নিয়মিত যেতেন গায়ত্রীর স্বামী। সেখানেই পরিচয় হয় এক মহিলার সঙ্গে। এরপর গায়ত্রী অসুস্থ হন সেই অজুহাতে স্বামীর ওই মহিলাকে বাড়িতে ডাকেন। স্ত্রী অসুস্থ বান্ধবী বাড়িতে থাকলে দৈনন্দিন কাজকর্মে সাহায্য হবে এই ভেবে বান্ধবীকে তাঁদের বাড়িতেই থেকে যাওয়ার প্রস্তাব দেন। তখনই গায়ত্রীর সন্দেহ হয়, সহপাঠীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছেন তাঁর স্বামী।
২৪ এপ্রিল গাছিবৌলি থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গায়ত্রী। তারপর সমস্যা নিজেরাই মিটিয়ে নেবেন এই মিথ্যে বলে স্বামীর বান্ধবীকে বাড়িতে ডেকে পাঠান গায়ত্রী।কথোপকথন চলাকালীন তিনি মহিলাটিকে অন্য ঘরে নিয়ে যান। সেখানে অন্য ঘরে লুকিয়ে ছিলেন আরও চার ভাড়াটে গুন্ডা। যাঁদের টাকা দিয়ে ভাড়া করেছিলেন গায়ত্রী ওই মহিলাকে যৌন হেনস্থার করার জন্য।
পুলিশ সূত্রে খবর,মহিলার মুখের ভিতর কাপড় গুঁজে চার জন মিলে তাঁকে যৌন হেনস্থা করে। ওই সময় গায়ত্রী পুরো ঘটনাটি নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন। এই ঘটনার ব্যাপারে কাউকে জানালেই ভিডিয়োটি সর্বত্র ছড়িয়ে দেবেন বলে হুমকিও দেন ওই মহিলাকে। গুরুতর আহত হওয়ায় ওই মহিলাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর পরিবারের সদস্যরা গায়ত্রী এবং ওই চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ পাঁচ জনকেই গ্রেফতার করেছে।