গুগলে (Google) তাঁর বেতন বছরে ১ কোটি ৪০ লক্ষ। রত্নগর্ভা কৃষ্ণনগরের দেবর্ষির মৈত্রর( Deborshi Maitra) মা বকুল মৈত্র(Bokul Maitra)। সত্যি এর চেয়ে বড়প্রাপ্তি কোনও মায়ের হতে পারেনা। এমনই অভাবনীয় সাফল্যর দাবিদার নদিয়া জেলার কৃষ্ণনগরে (Krishnanagar) ঘূর্ণির দেবর্ষি মৈত্র রাতারাতি বিখ্যাত। মাত্র তিনদিন আগেই গুগলের (Google) অফিস থেকে চাকরির নিশ্চিতকরণের মেইল আসছে তাঁর কাছে।

মাত্র ২৩ বছর বয়সে ছেলের এমন সাফল্যে গর্বিত দেবর্ষির বাবা বাদল মৈত্র। তবে ছোটবেলায় ছেলে-মেয়ের ভিত নিজে হাতেই গড়ে তুলেছেন তিনি। জানা গিয়েছে, ঘূর্ণির একেবারে সাদামাটা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান দেবর্ষি মৈত্র। তাঁর বাবা বাদল মৈত্র গ্রিলের দোকানের ব্যবসায়ী। মা সাধারণ গৃহবধূ। দিদি স্কুল শিক্ষিকা।
এলাকার খুব ভাল এবং মেধাবি ছেলে হিসেবেই পরিচিত দেবর্ষি। ২০১৬ সালে কৃষ্ণনগর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভর্তি হন। কলেজিয়েট স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক দেন এরপর জয়েন্ট পরীক্ষা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ভর্তি হন তিনি। তারপর স্নাতক স্তরে পরীক্ষা শেষ করে দেবর্ষি নিজেই গুগল-এর সঙ্গে যোগাযোগ করেন। কঠিনতম ধাপগুলি পেরিয়ে গুগলের জন্য মনোনীত হন দেবর্ষি। দেবর্ষির সাফল্যে একদিকে যেমন খুশি তার মা-বাবা এবং শিক্ষকরাও।















































































































































