জল্পনার অবসান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে’র ( DHFC) কোচ হলেন মোহনবাগানের আই লিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান হয় ডিএইচএফসির পক্ষ থেকে। আগামীকাল সকালে শহরে পা রাখবেন কিবু। তারপরই দলের সঙ্গে দেখা করবেন তিনি।
জল্পনা অনেকদিন ধরেই চলছিল। মঙ্গলবার যেন তাতে শীলমোহর পড়ল। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে’র কোচ হলেন কিবু ভিকুনা। চলতি বছর কলকাতা ময়দানে প্রথম ডিভিশন ফুটবল ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ডিএইচএফসি। ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে তীর্থঙ্কর সরকাররা। সূত্রের খবর, আগামীকাল সকালে কলকাতা পা রাখছেন স্প্যানিশ কোচ। তারপরই দেখা করবেন ফুটবলারদের সঙ্গে।
DHFC is proud to announce the Spanish Football Coach José Antonio Vicuña Ochandorena as the coach of the club for the coming season. Welcome to the team, Kibu! Dumdaar Har Baar, Diamond Harbour. #DHFC pic.twitter.com/CkwFeUnIqh
— DHFC (@dhfootballclub) May 31, 2022
কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তার জন্য ইতিমধ্যেই সল্টলেকের বিধাননগর মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি। সূত্রের খবর, স্পেন থেকে ভার্চুয়ালি দলকে এতদিন অনুশীলন করাচ্ছিলেন কিবু। স্পেন থেকেই দলকে সাজিয়ে দেন কিবু। সেইমতই কৃষ্ণেন্দু রায়ের অধীনে প্রস্তুতি শুরু করে ডিএইচএফসি।
আরও পড়ুন:Chelsea: অক্টোবরে কলকাতায় চেলসি, সপ্তমীতে যুবভারতীতে চেলসির মুখোমুখি সাউদাম্পটন