ফিল্মসিটি থেকে এয়ারপোর্ট- পুরুলিয়ার উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
1

‘রূপসী পুরুলিয়া‘-র উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার, কর্মিসভায় তিনি বলেন, গত কয়েক বছরে পুরুলিয়ায় অনেক ছবির শ্যুটিং হচ্ছে। তাই ফিল্ম সিটি গড়ার জন্য ১০ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) সঙ্গে কথা বলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পুরুলিয়ায় বিমানবন্দর করার কথা ঘোষণা করেন মমতা। একই সঙ্গে এলাকার উন্নয়নে পর্যটনে জোর দেন তিনি।

পর্যটনের প্রসারে জঙ্গলমহলে আগেও হোম স্টে-র উপর জোর দেন মুখ্যমন্ত্রী। এদিনও তিনি বলেন, পুরুলিয়া (Purilia) পর্যটনশিল্পে হোম স্টে বাড়াতে হবে। আর শুটিং বা পর্যটনের জন্য ছরড়ায় বিমানবন্দর করার কথা বলেন মমতা। তিনি জানান, পুরুলিয়ার যোগাযোগ বাড়ানোর প্রয়োজন। জঙ্গলমহলের এই দূরবর্তী জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নত করতে চান মুখ্যমন্ত্রী। ছরড়ায় ব্রিটিশ আমলে পরিত্যক্ত ছোট বিমানবন্দর চালু করতে চান তিনি।

আরও পড়ুন:২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’: পুরুলিয়ার কর্মিসভায় থেকে কেন্দ্র-বিজেপিকে তোপ মমতার

পুরুলিয়ায় হোম স্টে বাড়ানো হবে, তৈরি হবে রিলিজিয়ান সার্কিট। পুঞ্চায় জৈন স্থাপত্য পাকবিড়রার মন্দিরকে হেরিটেজ ঘোষণা করতে ওই ট্যুরিজম প্রকল্পে প্রশাসনিক বৈঠক থেকেই দু’কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। পর্যটন বিভাগ থেকে এক কোটি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে এক কোটি টাকা দেওয়ার কথা জানান মমতা।