টানা তিনদিন বন্ধ থাকার পর আজ, সোমবার সকাল থেকে ব্যান্ডেলে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হল। সকাল সাড়ে ৯টা থেকে কয়েকটি লোকাল ট্রেন চালানো হয় ব্যান্ডেল স্টেশনে। হাওড়ার দিক থেকে এবং বর্ধমানের দিক থেকে ট্রেন আপাতত আনা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল-নৈহাটি এবং ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল এখনও বন্ধ।ফলে সপ্তাহের শুরুর দিনেও অফিসযাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন। কেউ কেউ হুগলি থেকে হেঁটে আসেন চুঁচুড়ায়। ট্রেনে প্রচণ্ড ভিড় তো বটেই। ভিড় ছিল অন্যান্য পরিবহণেও।
আরও পড়ুন:ট্রেন বাতিল কাটোয়া-ব্যান্ডেল শাখায়, চরম ভোগান্তির যাত্রীদের
সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। আজ দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই চালু হল ট্রেন। যদিও আজ সকালেও অফিসযাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন।আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে।
1`
পূর্ব রেল সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশনের কাছে রেললাইন বরাবর যে যে কাজ হওয়ার ছিল, তা সবই শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ওভারহেড, ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়েছে । সোমবার রেলওয়ে সেফটি কমিশনারের পরিদর্শন করার কথা। তিনি সমস্ত খুঁটিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। তবে যাত্রীদের সুবিধার কথা ভেবে গভীর রাত পর্যন্ত কাজ শেষ করার পরই সকাল থেকে ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নেন পূর্ব রেলের আধিকারিকরা। যদিও রেলওয়ে সেফটি কমিশনার এখনও কাজ পরিদর্শন করেননি বলেই খবর। পূর্ব রেল সূত্রের খবর, রেলওয়ে সেফটি কমিশনার পরিদর্শনের পর ছাড়পত্র দিলেই ব্যান্ডেলে থার্ড লাইনেও ট্রেন চলবে। এই শাখায় যাত্রীচাপ কমাতে তা বেশ সহযোগী হবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.