রবিবার সন্ধ্যায় নেতা তথা পাঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালাকে (Sidhu Moose Wala)গুলি করে হত্যা করা হয়।ছেলের মৃত্যুর তদন্তে সিবিআই(CBI) ও এনআইএ (NIA)দাবি করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-(Bhagwant Mann)কে চিঠি লিখলেন সিধু মুসেওয়ালা-র বাবা বালকৌর সিং(Balkaur Singh)।
দিনেদুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে খুন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক-নেতা সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala)। দুষ্কৃতীদের গুলিতে নির্মমভাবে মৃত্যু হল ২৮ বছরের এই তরুণের। এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় শোরগোল পড়ে গেছে পাঞ্জাব রাজনৈতিক মহলে। সাধারণ থেকে বিনোদন জগত থেকে পুলিশের প্রশাসন স্থম্ভিত। কেউ বিশ্বাস করতে পারছেন না।
হত্যাকাণ্ডের তদন্তে SITগঠন করল পুলিশ। তদন্তকারীদের দাবি, ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে কানাডার (Canada-based)কুখ্যাত গ্যাংস্টার সতীন্দ্র সিং ওরফে গোল্ডি ব্রার(Goldi Brar) সুদূর কানাডায় বসে হত্যার ছক কষেছিলেন।গোল্ডির পরিকল্পনায় তাঁর ডানহাত লরেন্স বিষ্ণোই(LawrenceBishnoi)।ফেসবুকে গোল্ডি জানিয়েছেন, তাঁর সহযোগীর হত্যা মামলায় সিধুর নাম জড়িয়েছিল। প্রতিশোধস্বরূপই সিধুকে হত্যা তদন্তকারীদের হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজও।দিন গড়াচ্ছে আর নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাঁদের হাতে। এখনও পর্যন্ত মোট ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:BLRO অফিসের কাজ দোকানে টাকা নিয়ে হচ্ছে: তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage)যেখানে দেখা গিয়েছে, একটি কালো এসইউভি গাড়িতে ছিলেন সিধু। তাঁর গাড়ির পিছু ধাওয়া করে অন্য দু’টি গাড়ি। সিধু গাড়ি নিয়ে বেরনোর পরেই দুটি গাড়ি তাঁকে ধাওয়া করে।বাঁক ঘোরার পরই সব শেষ। মনে করা হচ্ছে তিনদিক থেকে ঘিরে ধরে তাঁকে এলোপাথাড়ি গুলি চালানো হয়।
সিধুর গাড়ির সামনের কাচে ১৪টি গুলির চিহ্ন মিলেছে। বনেটে মিলেছে ৩টি গুলির চিহ্ন। এছাড়াও সামনের আসন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মোট ৩০টি গুলি চলেছে বলে পুলিশ সূত্রে দাবি। তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।হত্যাকাণ্ডের পর থেকেই সিধুর বাড়ির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সোমবার সকালে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে সিধুর বাড়িতে যান পাঞ্জাবের কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা।